
দখলদার ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলাচেপে হত্যা, গুলি করে হত্যাসহ ট্যাংকচাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে।
হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এ পর্যন্ত দুর্বৃত্ত ইসরায়েল গাজায় প্রায় ৯০ জনের অজ্ঞাত মরদেহ ফেরত দিয়েছে।
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত। আবার কিছু পচনধরা বা আংশিক অবস্থায় এসেছে।
একাধিক মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এসবের মধ্যে রয়েছে, গলা টিপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। কিছু মরদেহের হাত-পা বাঁধা ছিল, চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কিছু মরদেহের হাত বা পা ছিল না।
সূত্রটি আরও জানায়, কিছু মরদেহ সম্ভবত ২০২৩ সালের ৭ অক্টোবর নিহত ফিলিস্তিনিদের, যারা ইসরায়েলি ট্যাংকচাপায় মারা গিয়েছিলেন।
বর্বর ইসরায়েল ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনি ও অন্যান্য আরবদের মরদেহ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। বহু মরদেহ ‘সংখ্যার কবরস্থান’-এ দাফন করা হয়েছে, যেখানে কেবল সংখ্যা দিয়ে কবরগুলো চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, যেসব ফিলিস্তিনি বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বা বন্দিদশায় মারা গেছেন, তাদের অনেকের মরদেহ এখনো মর্গে আটকে রাখা হয়েছে।
ইসরায়েলের কাছে মোট কতজন ফিলিস্তিনির মরদেহ রয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি।
ফিলিস্তিনি ও আরব যুদ্ধের নিহতদের মরদেহ ফেরত চাওয়ার জাতীয় কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের হেফাজতে অন্তত ৭৩৫ জনের মরদেহ রয়েছে— এর মধ্যে ১০ নারী ও ৬৭ শিশু। নিহতদের মধ্যে এক ১৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশু রয়েছে, যাকে ১৯৬৮ সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল।
এ ছাড়াও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ মাসের শুরুতে জানিয়েছিলেন, গাজায় চলমান যুদ্ধের সময় বর্বর ইসরায়েলি বাহিনী অন্তত ২ হাজার ৪৫০ ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে নিয়ে গেছে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, আরও প্রায় ১৫শ মরদেহ ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ‘সদে তেইমান’ সামরিক আটক শিবিরে রাখা হয়েছে, যেগুলোকেও শুধু সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Handcuffed and Blindfolded: Bodies of 90 Palestinians Returned by Israel
– https://tinyurl.com/pmrjudzz
2. Israel returns Palestinian bodies showing signs of torture and execution
– https://tinyurl.com/rtch2zyj


