
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও বর্বর ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার খান ইউনিস, গাজা সিটি ও বুরেইজ শরণার্থী শিবিরে এসব হামলার ঘটনা ঘটে
আল জাজিরার খবরে বলা হয়, খান ইউনিসের বানি সুআইলা এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপ করলে এক ব্যক্তি নিহত হন। অন্য ব্যক্তি দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হন এবং আজ তার মৃত্যু হয়।
মধ্য গাজা উপত্যকার পূর্ব বুরেইজ শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরো একজন ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বানি সুআইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, দখলকৃত পশ্চিম তীরে রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে একটি বাড়ি ভেঙে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া সংবাদ সংস্থা ওয়াফাকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দুর্বৃত্ত ইসরায়েলি সেনারা গ্রামটি ঘেরাও করে এবং ওয়াজিহ মুসা আবু আলিয়ার নির্মাণাধীন দুইতলা বাড়িটি ভেঙে ফেলে।
তথ্যসূত্র:
1. LIVE: At least three Palestinians killed by Israel in Gaza amid ceasefire
– https://tinyurl.com/4anm82u3


