বিমানবন্দরে আগুন নেভাতে এগিয়ে গেল উত্তরার আলেম সমাজ

0
147

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় মানবতার সেবায় এগিয়ে এসেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। ফায়ার সার্ভিস সদস্যরা যখন আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল, তখন সংগঠনটির স্বেচ্ছাসেবক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাশাপাশি তারা আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করে।

স্থানীয়রা জানান, সংকটের মুহূর্তে উলামা পরিষদের তরুণ স্বেচ্ছাসেবকরা সাহসিকতা ও মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের এই উদ্যোগে এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী। এ ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. এয়ারপোর্ট কার্গোতে আগুন নেভাতে এগিয়ে গেল উত্তরার আলেমরা
– https://tinyurl.com/44ep5x9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদোহায় অনুষ্ঠিতব্য বৈঠকের সম্মানে পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকতে ইমারতে ইসলামিয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধমংডুতে ছয় রোহিঙ্গা জেলেকে আটক করল আরাকান আর্মি