
আরাকান রাজ্যের মংডুতে আবারও রোহিঙ্গাদের ওপর দমনমূলক পদক্ষেপ নিয়েছে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠি আরাকান আর্মি। গত ১৭ অক্টোবর সকালে মাছ ধরতে গেলে ছয় রোহিঙ্গা জেলেকে কোনো কারণ ছাড়াই আটক করে গোষ্ঠীটির সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক জেলেরা কিয়াউক হ্লা কার গ্রামের বাসিন্দা। তারা একটি চিংড়িঘেরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা এসে তাদের ঘিরে ফেলে এবং জোর করে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদের কারও সঙ্গে কোনো সশস্ত্র সংগঠন বা সামরিক কর্মকাণ্ডের সম্পর্ক নেই। এরপর তাদের সরাসরি মংডু থানায় নিয়ে যাওয়া হয়, তবে পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি।
আটক জেলেদের পরিবার জানিয়েছে, তারা জেলেদের নিরাপত্তা ও জীবনের জন্য চরম উদ্বেগে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত কয়েক মাসে মংডু ও বুথিডং এলাকায় অন্তত এক ডজন রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়েছেন। অক্টোবরের শুরুতে থার সি কুয়ে গ্রামের তিন জেলে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। গত মে মাসে থেই চাউং গ্রাম থেকে তিন জেলেকে এবং গত এপ্রিল মাসে ১৫ জেলেকে একইভাবে আটক বা নিখোঁজ করা হয়েছিল।
তথ্যসূত্র:
1. Six Rohingya Fishermen Arrested by Arakan Militias in Maungdaw Without Explanation
– https://tinyurl.com/39rjsj63


