আফগানিস্তানে বিগত বছরের তুলনায় ডুমুরের ফলন বেড়েছে ৩৫ শতাংশ

0
69

চলতি বছরে আফগানিস্তানে ডুমুর ফলের উৎপাদন আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এই সাফল্যের তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে উৎপাদিত ডুমুর তার মিষ্টি স্বাদ ও উন্নত মানের জন্য বেশ বিখ্যাত। দেশটির শুকনো ফল রপ্তানি খাতে এই ফলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরে ডুমুরের ফলন হয়েছে ১,৫১,৭৫৪ মেট্রিক টন। আর বিগত বছর এই ফলন ছিল ১,১১,৭৭৪ মেট্রিক টন। সারাদেশে সাড়ে ১৭ হাজার হেক্টরের অধিক জমিতে এই ফল চাষ করা হয়েছে।

এই বছরে আফগানিস্তানের বিশেষত জাবুল, কান্দাহার, হেরাত, উরুজগান ও হেলমান্দ প্রদেশের বাগানসমূহে উল্লেখযোগ্য পরিমাণ ডুমুর ফল উৎপাদিত হয়েছে।

উল্লেখ্য যে, আফিম চাষ নিষিদ্ধকরণ এবং কৃষি খাতে ইমারতে ইসলামিয়ার একাধিক উদ্যোগ, অনুকূল আবহাওয়া প্রভৃতি নানাবিধ কারণে সাম্প্রতিক সময়ে আফগান কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।


তথ্যসূত্র:
1.35% surg in Fig production this year
– https://tinyurl.com/k54w8xa2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধএবার চট্টগ্রামে ডুবে গেল পণ্যভর্তি লাইটারেজ জাহাজ