তুরস্কে শান্তিচুক্তি আলোচনার মধ্যেই আফগান সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণ

0
168

পাকিস্তান সরকারের সঙ্গে তৃতীয় দফা শান্তিচুক্তি আলোচনা শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। তবে, এই আলোচনার মধ্যেই আফগানিস্তানের স্পিন বোলডাক এলাকায় পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণ শুরু হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

শান্তি আলোচনায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এর প্রতিনিধিদের প্রতি সম্মান দেখিয়ে এবং সাধারণ মানুষের মৃত্যুর সম্ভাবনা ও আহত হওয়ার আশঙ্কা এড়ানোর জন্য এখন পর্যন্ত ইমারাতের প্রতিরক্ষা বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায় নি।

উল্লেখ্য, পূর্ববর্তী আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি বাড়ানোর এবং আক্রমণ থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছিল। তবে নতুন করে এই গুলিবর্ষণ পরিস্থিতি উত্তেজনা আরও বাড়িয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


তথ্যসূত্রঃ
– https://x.com/Zabehulah_M33/status/1986447009096798551

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধআফগান সীমান্তে পাক বাহিনীর হামলায় অন্তত ২ জন নিহত, আরও বেশ কয়েকজন আহত