
৬ নভেম্বর আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিন বোল্ডাকের ওয়ারদাক ও সিয়েত গ্রামে পাক বাহিনীর হামলায় একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন, আরও অনেকেই আহত হয়েছেন। এছাড়া সংঘাত কবলিত অঞ্চল হতে নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সূত্র আরও জানায়, হামলাটি বিকাল ৫টা নাগাদ ঘটেছে। পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র দ্বারা আফগান সীমান্তে আক্রমণ চালিয়েছে।
স্থানীয় বাসিন্দাগণ জানান, সীমান্তের ওপার থেকে মর্টারের আক্রমন বাণিজ্যিক এলাকাগুলোতেও আঘাত হানে, ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানদার ও বেসামরিক নাগরিকগণ নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/56veyjk3


