বুরকিনা ফাসো: একদিনে জান্তার ৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম

0
239

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৪ নভেম্বর বুরকিনা ফাসোর জান্তাকে হটিয়ে ৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, জেএনআইএম মুজাহিদিনরা গত ৪ নভেম্বর মঙ্গলবার, বুরকিনা ফাসোর উয়াহিগুয়া, দেদুগু, গাওয়া, সেনো, এবং কায়া রাজ্যের ৫টি এলাকায় জান্তা বাহিনীর ১টি সামরিক ঘাঁটি ও ৪টি পোস্টে তীব্র আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের এসকল অভিযানে বুরকিনান জান্তা বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি এবং পোস্টগুলো ছেড়ে পালিয়ে যায়।

সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা উক্ত সামরিক ঘাঁটি ও পোস্টগুলোর নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদিনরা প্রচুর সংখ্যক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, মুজাহিদদের পরিচালিত এসকল অভিযানের মধ্যে শুধু সেনো প্রদেশের বানিতেই মুজাহিদদের পরিচালিত অভিযানে ৪ সৈন্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে পেয়েছেন ১টি সামরিক যান, ২টি ডিএসএইচকে মেশিনগান, ৩টি পিকে মেশিনগান, ২টি আরপিজি, ৪টি ক্লাশিনকোভ রাইফেল, ৮টি মোটরসাইকেল এবং ২টি ডিজেআই ড্রোন। এছাড়াও মুজাহিদদের তীব্র আক্রমণের সময় জান্তা বাহিনীর ১টি সাঁজোয়া যান সহ তিনটি সামরিক যান এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ধ্বংস হয়ে যায়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mrp8kjc9
– https://tinyurl.com/2uawjpj2
– https://tinyurl.com/mp9uekrt
– https://tinyurl.com/e7s9c89e
– https://tinyurl.com/29uf543p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী বামাকো থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে জেএনআইএম মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধটিটিপিকে পাকিস্তান হতে আফগান ভূখণ্ডে স্থানান্তর করতে হবে: ইস্তাম্বুল বৈঠকে পাকিস্তানের বিস্ময়কর দাবি