ইত্তেহাদুল মুজাহিদিন ও শত্রু বাহিনীর মধ্যে কয়েক ঘন্টার তীব্র লড়াই: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য

0
227

পাকিস্তানের বান্নু জেলায় গত ৭ নভেম্বর সকাল থেকে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান ও পশ্চিমা সমর্থিত সামরিক বাহিনীর মধ্যে কয়েক ঘন্টার তীব্র এক লড়াই সংঘটিত হয়েছে। এসময় মুজাহিদদের পাল্টা ও অতর্কিত আক্রমণে কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৭ নভেম্বর সকালে, পাকিস্তানের বান্নু জেলার বাকা খেইল এলাকায় একটি ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনদের উপর দেশটির সিটিডি এবং পুলিশ বাহিনী কর্তৃক যৌথভাবে পরিচালিত এক হামলার ঘটনায় এই সংঘর্ষটি শুরু হয়।

সূত্রটি জানায়, আইএমপি জোটের মুজাহিদদের উপর শত্রু বাহিনী আগ্রাসন শুরু করলে জোটের অংশীদার ইনকিলাক-ই-ইসলামি পাকিস্তান এবং হাফিজ গুল বাহাদুর গ্রুপের মুজাহিদিনরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে তীব্র পাল্টা আক্রমণ শুরু করেন। এসময় মুজাহিদিনরা সিটিডি এবং পুলিশ সদস্যদের দলটিকে ঘিরে ফেলেন।

সেই সাথে মুজাহিদিনরা শত্রুর যানবাহনগুলিকে লক্ষ্য করে স্নাইপার ও ক্লাশিনকোভ দ্বারা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলস্বরূপ, শত্রু বাহিনীর ৩০ সদস্যের একটি দল ৩টি গাড়ি সহ মুজাহিদদের অবরোধের মুখে পড়ে। মুজাহিদদের এই অবরোধ ও তীব্র আক্রমণ থেকে বাঁচতে শত্রু বাহিনী কাপুরুষতা প্রদর্শন করে গাড়ি ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং জনসাধারণকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফলে এই লড়াই বেশ কয়েক ঘন্টা ধরে চলতে থাকে।

অন্যদিকে, শত্রু সেনাবাহিনী এই অবরোধ ভাঙতে ক্যাম্প থেকে আরও একটি সামরিক কনভয় পাঠায়। কিন্তু কনভয়টি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুজাহিদদের অতর্কিত ও তীব্র পাল্টা আক্রমণের শিকারে পরিণত হয়। অবশেষে জীবন বাঁচাতে শত্রু বাহিনীর এই সামরিক কনভয়টি পিছু হটতে বাধ্য হয়। তীব্র এই লড়াইয়ের পর শত্রুপক্ষ তাদের ২ সদস্যের মৃত্যু এবং ১০ সদস্য আহত হওয়ার দাবি করেছে। যদিও মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, মুজাহিদদের আক্রমণে শত্রু বাহিনীতে মৃত ও আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে গেছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yfe7z2w7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহার থেকে রপ্তানি করা হচ্ছে ৫ হাজার মেট্রিক টন শুকনো ফল
পরবর্তী নিবন্ধপাঞ্জশির প্রদেশে ৭.৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হল পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম