
জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ৭ নভেম্বর (শুক্রবার) উত্তর মালির টোম্বোকটু অঞ্চলে জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে ভারী আক্রমণ চালিয়েছেন।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, রাজ্যটির সোম্পি শহরে অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত এই অভিযানে ৪৮ এরও বেশি শত্রু সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে ঘাঁটির প্রধান কমান্ডার এবং তার সহকারীও রয়েছে। এই অভিযানে আরও ১০০ এরও বেশ জান্তা সদস্য আহত হয়েছে, হামলার পর নিখোঁজ রয়েছে অনির্দিষ্ট সংখ্যক সৈন্য।
মোটরসাইকেল এবং পিকআপ ট্রাকে করে বিপুল সংখ্যক মুজাহিদিন এই অভিযানে অংশ নেন, যারা কয়েক ঘন্টা ধরে সামরিক ঘাঁটিতে তীব্র আক্রমণ চালান, যতক্ষণ না জান্তা বাহিনী পরাজিত হয়। জান্তার এই পরাজয় ও পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন এবং সাময়িক সময়ের জন্য এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এসময় মুজাহিদিনরা সামরিক যানবাহন, অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেন। এসকল গনিমতের মধ্যে রয়েছে ১টি সাঁজোয়া যান, দোশকা ম্যাশিনগান, ৫টি পিকা, ৭টি ক্লাশিনকোভ রাইফেল, ২০টি ম্যাগাজিন, ৮টি গোলাবারুদ বাক্স এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
উলখ্য যে, জেএনআইএম মুজাহিদিনরা মালির জান্তা সরকার এবং তার মিত্রদের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সেই যুদ্ধের অংশ হিসেবে উত্তর ও মধ্য মালিতে জান্তার সামরিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলি লক্ষ্য করে জেএনআইএম তাদের অভিযান তীব্র করেছে।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1040080


