ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ খাতে ৪ মেগাওয়াট জলবিদ্যুৎ ড্যাম উদ্বোধন

0
66

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনৈতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেছেন, দেশের শক্তি খাতে আত্মনির্ভরতা অর্জন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাঞ্জশির প্রদেশের পারান্দে বাঁধের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা পূরণ নয়; বরং এমন সক্ষমতা অর্জন করা, যাতে আফগানিস্তান ভবিষ্যতে অন্য দেশেও বিদ্যুৎ রপ্তানি করতে পারে।”

ইমারতে ইসলামিয়ার বিপুল জ্বালানি সম্পদ ও প্রাকৃতিক সম্ভাবনার উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের ভৌগোলিক বৈচিত্র্য দেশটির শক্তি খাতকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে।

কুনার নদীর স্রোত, হেলমান্দ ও ফারাফ প্রদেশের রোদ ঝলমলে মরুভূমি, এবং হেরাত ও নিমরোজের প্রবল বায়ুপ্রবাহ—এসবই আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য অমূল্য উপহার। এগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আত্মনির্ভরতা অর্জন করব।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিদ্যুৎ খাতে বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় পাঞ্জশির প্রদেশে ৭.৬ মিলিয়ন ডলার ব্যয়ে পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম নির্মাণ করা হয়।

ড্যামটি পাঞ্জশির নদীর পানি দ্বারা পরিচালিত হবে এবং আধুনিক টারবাইনের মাধ্যমে ৪,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা ৪,০০০ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে পাঞ্জশিরের গ্রামীণ ও শহুরে এলাকাগুলোতে টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।


তথ্যসূত্র:
1. achieving self-sufficiency in the energy sector is a top priority for the Islamic Emirate.
– https://tinyurl.com/548addyw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহারে ১০০ গ্রীনহাউস উদ্বোধন: কৃষি উন্নয়নে নতুন দিগন্তের সূচনা
পরবর্তী নিবন্ধআফগান কৃষিপণ্য পরিবহনে উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সম্পন্ন