
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনী ধারাবাহিকভাবে তাদের সামরিক সক্ষমতা জোরদার করে চলেছে। এরই ধারাবাহিকতায় তারা আরও ১,১২৭ সামরিক যান ও অস্ত্র মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলেছে।
১৮ নভেম্বর, মঙ্গলবার ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত চার মাসে ২১৭তম ওমারি কর্পসের ইঞ্জিনিয়ারিং বিভাগের দক্ষ সেনারা এই যানগুলো মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
মেরামতকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৪টি হালকা সামরিক যান, ১২টি তেলবাহী ট্যাঙ্কার, ১৮০টি মোটরসাইকেল, ১১টি রেঞ্জার গাড়ি, ৫টি হাইলাক্স, ১১টি জরুরি সহায়তা যান এবং আরও বিভিন্ন ধরনের সামরিক যানবাহন
এ ছাড়া মেরামত করা অস্ত্রের মধ্যে রয়েছে— SPG-9 রকেট লঞ্চার, ৮৩ মিমি মর্টার, ৪৬ মিমি রকেট, M2, M4, M16 রাইফেল এবং ২৩ মিমি, ২০৩ মিমি, ৫১ মিমি ক্যালিবারের বহু অস্ত্র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সামরিক ইউনিটগুলোর কার্যক্ষমতা আরও জোরদার করতে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মেরামতের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
1.د ۲۱۷ عمري قول اردو د تخنيکي انجنیرانو لخوا په تيرو شپږو میاشتو کې ۱۱۲۷ عرادې پوځي وسایط او ۱۲۵ ميله وسلې ترمیم شوي دي
– https://tinyurl.com/ycxpen22


