আফগানিস্তানে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে পালাতুনি বাঁধ নির্মাণ প্রকল্প, নির্মাণ কাজের সামগ্রিক অগ্রগতি ২৪ শতাংশ

0
111

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে পালাতুনি বাঁধের নির্মাণ কাজ। প্রকল্পটি ইমারাতে ইসলামিয়ার পানি ও শক্তি সম্পদ মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।

এর একটি অংশের নির্মাণ কাজ ৯৮ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজে সামগ্রিকভাবে অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ। গত ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ১৯ আগস্ট উক্ত প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন ইমারতে ইসলামিয়া সরকারের অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার হাফিযাহুল্লাহ।

উল্লেখ্য যে, বাঁধটি ২৫ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত পানি সংরক্ষণ করবে। প্রায় ২ হাজার ৫০০ হেক্টর কৃষি জমিতে এর দ্বারা সেচ সুবিধা সরবরাহ করা যাবে। এটির সাথে সংশ্লিষ্ট জলবিদ্যুৎ প্লান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ৯৩৫ কিলোওয়াট।


তথ্যসূত্র:
1. https://x.com/MEW_GOV_AF/status/1990372700523733315
2. https://www.ariananews.af/baradar-inaugurates-construction-of-palatuni-dam-in-paktika/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচার মাসে ১,১২৭ টি সামরিক যান ও অস্ত্র মেরামত করেছে ইমারতে ইসলামিয়ার সামরিক শাখা
পরবর্তী নিবন্ধমানবিক সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক শর্ত জুড়ে দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাসমূহ: মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ