ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়া

0
0

আফগানিস্তানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ

কান্দাহার প্রদেশে এক মাদ্রাসার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুজাহিদ হাফিযাহুল্লাহ ধর্মীয় এবং আধুনিক উভয় ধরনের জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, সমাজের সবাইকে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থাকে সহযোগিতা করতে হবে। আপনার সন্তানদের শিক্ষা হতে বঞ্চিত রাখবেন না। ধর্মীয় জ্ঞান ও আধুনিক জ্ঞান—সব ধরনের শিক্ষা অর্জনে গুরুত্ব দিতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ইমারাতে ইসলামিয়া সরকার জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনীর একটি অংশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত, অন্য অংশ জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে।

এদিকে, খোস্ত প্রদেশে একটি পৃথক অনুষ্ঠানে পাঠানো এক ভয়েস বার্তায় ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা সংস্থার উপপ্রধান মোল্লা তাজমির জাওয়াদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ঐতিহাসিকভাবে ধর্মীয় ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি উল্লেখ করেন, ট্রান্সঅক্সিয়ানা ও দেওবন্দি চিন্তাধারার প্রভাবে দেশটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণার ধারাকে সমৃদ্ধ করেছে।

তিনি জানান, বর্তমানে আফগানিস্তানে দশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মোল্লা তাজমির জাওয়াদ আরও বলেন, মাদ্রাসার পাঠ্যক্রম সংস্কার, শিক্ষাদানের পদ্ধতি উন্নয়ন এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া সরকার।


তথ্যসূত্র:
1. Defense Minister stresses importance of religious and modern education in Afghanistan
– https://tinyurl.com/h4phxecp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে ‘জেএনআইএম’ মুজাহিদদের ১৫টি সফল অভিযান