
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে। জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ইমারতে ইসলামিয়া এধরনের অভিযানগুলো চালায়।
এরই ধারাবাহিকতায় তাখার প্রদেশে অভিযান চালিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে থাকা ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। তাখার প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের তদারকি ও পরিদর্শন কর্মকর্তারা গত এক মাসে এসব খাদ্যপণ্য ও ওষুধ জব্দ করেন।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
1. 14 Tons of Expired Food and 147 Drug Items Destroyed in Takhar Province
– https://tinyurl.com/5f6ku9ax


