চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

0
87

জুলাই বিপ্লবী ওসমান হাদি ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। ওসমান হাদির ভাই ওমর হাদি এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখা হয়েছে, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগ দুর্বৃত্তরা।

ঘটনার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে একটি অপারেশন করা হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতাখার প্রদেশে ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ ধ্বংস
পরবর্তী নিবন্ধআমি চলে গেলে আমার সন্তান লড়বে, বলেছিলেন ওসমান হাদি