
আফগান-পাকিস্তান ট্রানজিট রুট বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তান সবচেয়ে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক ম্যাগাজিন সাউথ এশিয়া জার্নাল।
সীমান্ত সমস্যার জেরে প্রথমত একাধিকবার আফগানিস্তানের সাথে বাণিজ্যিক রুট করে দিয়েছিল পাকিস্তান। এতে বিভিন্ন সময়ে আফগান ব্যবসায়ীদের প্রায়শ বিপাকে পড়তে হয়েছিল। বাধ্য হয়ে ইমারাতে ইসলামিয়া সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানায়। ফলে পাকিস্তানের সাথে মধ্য এশিয়ার সকল ট্রানজিট রুট বন্ধ হয়ে যায়। এতে বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ হারিয়েছে পাকিস্তান।
সম্প্রতি সাউথ এশিয়া জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ১ম ৬ মাসে পাকিস্তানে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্য উৎপাদনকারী, ব্যবসায়ী ও দিনমজুর শ্রমিকগণ। উদাহরণস্বরূপ, পাকিস্তান হতে আফগানিস্তানের বাজারে নির্ধারিত ওষুধ রপ্তানির প্রায় ৪০ শতাংশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মধ্য এশিয়ার সাথে পাকিস্তানের প্রায় ৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য বাণিজ্য গুরুতর ঝুঁকির সম্মুখীন হয়েছে। পাকিস্তানের রাজস্ব ৩.৬ থেকে ৬ বিলিয়ন ডলারের মতো হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বন্দর ও ট্রানজিট রুট বন্ধ থাকায় পাকিস্তানের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। বিশেষত খাইবার পাখতুনখোয়ার শিল্পকারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তান থেকে ফল ও শাকসবজি আমদানি কমে যাওয়ায় পাকিস্তানের বাজারে এই পণ্যগুলোর দাম বেড়েছে। একই সাথে বেড়েছে বেকারত্ব, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা।
অপরদিকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বহুমুখী বাণিজ্য প্রতিষ্ঠা করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। তারা পাকিস্তানের পরিবর্তে আঞ্চলিক অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে। ইরান ও তুর্কমেনিস্তানের সাথে বাণিজ্য ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরানের চাবাহার ও বন্দর আব্বাস পোর্টের মাধ্যমে বিকল্প রুট সক্রিয় করা হয়েছে। চীনের সাথে বাণিজ্যে ওয়াখান করিডোরের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আফগানি মুদ্রার মানও স্থিতিশীল রয়েছে।
এই সকল উদ্যোগ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সময়োপযোগী ও উল্লেখযোগ্য অর্থনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3pscp7rs


