ভারতের কেরালায় বাংলাদেশি ট্যাগ দিয়ে এক দলিত হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা

0
7

ভারতের কেরালা রাজ্যে পালাক্কাড জেলার দলিত হিন্দু সম্প্রদায়ের এক শ্রমিককে বাংলাদেশি ট্যাগ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ভিন্ন রাজ্য থেকে আসা অভিবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

দি অবজারভার পোস্ট নিউজের প্রতিবেদনে গত ২০ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

হত্যার শিকার ব্যক্তির নাম রামনারায়ণ বাঘেল, বয়স ৩১ বছর। সে ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা। কাজের সন্ধানে এক দূর সম্পর্কীয় আত্নীয়ের মাধ্যমে গত ১৩ ডিসেম্বর সে কেরালা রাজ্যের পালাক্কাডে এসেছিল। একটি নির্মাণ সাইটে সে দিনমজুর শ্রমিক হিসেবে কাজ নিয়েছিল।

তার ব্যাপারে জানা যায়, রামনারায়ণ বাঘেল ছিল অত্যন্ত গরিব। মৃত্যুর সময় সে এক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছে।

একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে, ফলে সে মারা যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

নৃশংস মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও গ্রামে গভীর শোক তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y33yf6pe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে অন্তত ৪০০ ফিলিস্তিনি শহীদ করেছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল সন্ত্রাসী আ.লীগের ২০০ নেতাকর্মী