সোমালিয়া || শাবাবের স্থল আক্রমণে তুর্কি-প্রশিক্ষিত ১২ গর্গর মিলিশিয়া হতাহত

0
25

আশ-শাবাব মুজাহিদিনরা মধ্য শাবেলি রাজ্যের ওয়ারশিক জেলার উপকণ্ঠে মোগাদিশু বাহিনীর একটি শিবির লক্ষ্য করে অতর্কিত স্থল আক্রমণ চালিয়েছেন।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা মধ্য শাবেলি রাজ্যের ওয়ারশিক জেলার উপকণ্ঠে একটি ভারী অভিযান পরিচালনা করেছেন। ২৪ ডিসেম্বর সকালে তুর্কি-প্রশিক্ষিত গর্গর মিলিশিয়া বাহিনীর একটি ক্যাম্পে মুজাহিদিনরা এই আক্রমণটি পরিচালনা করেছেন।

আশ-শাবাব নিশ্চিত করেছে যে, শত্রু সামরিক ক্যাম্পে মুজাহিদদের এদিনের স্থল আক্রমণে আট শত্রু সৈন্য নিহত এবং আরো ৪ সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনীর একটি বিজি গাড়িও পুড়িয়ে দিয়েছেন।

এই আক্রমণটি এমন এক সময় ঘটে, যখন আশ-শাবাব মুজাহিদিনরা সাম্প্রতিক দিনগুলিতে ওয়ারশিখ জেলার উপকণ্ঠে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন। শাবাবের এই অভিযানগুলো মোগাদিশু বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি করছে, এমনকি মধ্য শাবেলিতে আশ-শাবাবের নতুন কার্যকলাপ সম্পর্কে সংসদেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2rrr54h8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের সীমান্ত ও ত্রিপুরায় আজও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ