বুরকিনায় ৪টি ফ্রন্টে জেএনআইএম মুজাহিদদের সফল অভিযান: অন্তত ২৫ সেনা নিহত

0
34

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) সাহেল অঞ্চল জুড়ে ধারাবাহিক সামরিক অপারেশন চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বুরকিনা ফাসোতে জেএনআইএম যোদ্ধাদের ৪টি পৃথক অভিযানে অন্তত ২৫ জান্তা সদস্য নিহত হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক গত ২৬শে ডিসেম্বর প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, জেএনআইএম মুজাহিদিনরা গত ২৪শে ডিসেম্বর বুধবার, বুরকিনা ফাসোর বানফোরা প্রদেশের ফ্লোনজো এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এলাকাটিতে জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে জেএনআইএম এর একদল সশস্ত্র যোদ্ধারা তীব্র আক্রমণ চালালে অন্তত ১৫ জান্তা সদস্য নিহত হয়। এছাড়াও আরও বহু সংখ্যক সৈন্য আহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন এবং বেশ কয়েকটি হালকা মেশিনগান, মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

একই দিনে, বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যের তেংদুগুরি এবং মনোগোই এর মধ্যবর্তি এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদিনরা। এলাকায় জান্তা বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে মুজাহিদিনরা অতর্কিত এই অভিযানটি পরিচালনা করেন। ফলশ্রুতিতে ৪ জান্তা সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা বেশ কিছু হালকা ও মাঝারি অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।

গত ২৪ ডিসেম্বর আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদিনরা কিয়া প্রদেশের গোলগানসোয়া এলাকায় এবং দেদুগু প্রদেশের ফেকো এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদদের এই অভিযানগুলোতে জান্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা বেশ কিছু হালকা অস্ত্র, মোটরসাইকেল এবং বহু সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/f378rebv
– https://tinyurl.com/4kbszak4
– https://tinyurl.com/yu73yrvk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআয়োজকদের অব্যবস্থাপনায় ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল; হিন্দুত্ববাদী মিডিয়ায় তৌহীদি জনতার বিরুদ্ধে অপপ্রচার
পরবর্তী নিবন্ধকাতার ও সংযুক্ত আরব আমিরাতে কান্দাহারের ডালিম রপ্তানি শুরু