মালি || রাজধানীর উপকন্ঠে জান্তার ২টি জ্বালানি সরবরাহ কনভয়ে জেএনআইএম মুজাহিদদের হামলা

0
16

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা বামাকো ও বোগৌনি শহরের সংযোগকারী সড়কে সম্প্রতি ২টি অতর্কিত আক্রমণ চালিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, জেএনআইএম মুজাহিদিনরা ২৮শে ডিসেম্বর রবিবার সকালে, মালির রাজধানী বামাকোর উপকন্ঠে একটি বড়ধরণের সামরিক অপারেশন পরিচালনা করেছেন। মুজাহিদিনরা রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া একটি বৃহৎ জ্বালানি সরবরাহ কনভয় লক্ষ্য করে বোগৌনি শহরের কাছে অভিযানটি পরিচালনা করেছেন। বোগৌনি-বামাকো সড়কে মুজাহিদদের একাধিক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ এবং অতর্কিত আক্রমণের ফলে জ্বালানি ট্যাঙ্কারগুলির অধিকাংশই অকার্যকর এবং ধ্বংস হয়ে যায়। এসময় মুজাহিদিনরা কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কিছু জান্তা সদস্য ও চালকদের বন্দী করতেও সক্ষম হন।

জেএনআইএম মুজাহিদিনরা একই এলাকায় গত ২৫শে ডিসেম্বর, জান্তা বাহিনীর জ্বালানি ট্যাঙ্কারগুলির লক্ষ্য আরও একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এতে জান্তা বাহিনীর ২৫টি জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস হয়ে যায়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yar3hsn5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে ২২৩ একর এলাকা জুড়ে ঔষধ শিল্প পার্কের নির্মান কাজ শুরু
পরবর্তী নিবন্ধমোগাদিশু এবং বাইদোয়া শহরে শাবাব মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ১৩ শত্রু সেনা হতাহত