
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাওযান প্রদেশের রাজধানী শেবারগানে দেশীয় পণ্যের তিন দিনব্যাপী একটি প্রদর্শনী শুরু হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, প্রদর্শনীতে মোট ৬০টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এখানে স্থানীয় লোহা গলানোর কারখানা, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং গালিচা বুননের কর্মশালাসহ নানা শিল্পের পণ্য স্থান পেয়েছে।
প্রদর্শনীর আয়োজক মাসুদ হকমাল বলেন, “শেবারগানে আয়োজিত এই তিন দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্য তুলে ধরা হয়েছে। এটি দেশীয় শিল্পের সক্ষমতা তুলে ধরবে।”
জাওজজানের স্থানীয় কর্মকর্তারা জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো দেশীয় পণ্যের প্রচার বাড়ানো এবং বিনিয়োগকারীদের বিদেশের পরিবর্তে দেশের ভেতরে বিনিয়োগে উৎসাহিত করা। তারা আরও বলেন, বর্তমানে বিনিয়োগের জন্য পরিবেশ অনুকূল।
জাওযান প্রদেশের গভর্নর গুল হায়দার শাফাক বলেন, “যে কোনো প্রয়োজনীয় সহায়তা আমরা প্রদান করব। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে আফগানিস্তানের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।”
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পপতিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের প্রদর্শনী দেশীয় পণ্যের বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় শিল্পপতি নাজিবুল্লাহ বলেন, “দেশের ভেতরে ও বাইরে এ ধরনের প্রদর্শনী আয়োজন করা হলে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।”
তথ্যসূত্র:
1. Domestic Products Exhibition Launched in Sheberghan
– https://tinyurl.com/bd9sjfjv


