
ইমারাতে ইসলামিয়ার শাসনামলে কাবুল শহরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাবুলের মেয়র মৌলভী আব্দুর রশিদ বালুচ হাফিযাহুল্লাহ। গত ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানে কাবুল মেয়রের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ। অনুষ্ঠানে মেয়র আব্দুর রশিদ বালুচ হাফিযাহুল্লাহ’র হাতে তিনি সম্মাননা স্মারক তুলে দেন।
এছাড়া বেশ কয়েকটি প্রাসঙ্গিক সমন্বয়কারী সংস্থার দায়িত্বশীলদের অবদান তিনি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে কাবুল পুলিশ প্রধান, গোয়েন্দা প্রধান ও ৩১৩ তম সেন্ট্রাল আর্মি কোর কমান্ডার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, আমিরাতি কোম্পানির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি, জনসংযোগ বিভাগের পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে কাবুল শহরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। এছাড়া কাবুল শহরের নিরাপত্তা, শৃঙ্খলা ও উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5fnm43zd


