দক্ষিণ সোমালিয়ায় আশ-শাবাবের ৭টি পৃথক অভিযান: দুই শীর্ষ কর্মকর্তা সহ কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত

0
69

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি ৬টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা। এতে মোগাদিশু প্রশাসনের উর্ধতন ২ কর্মকর্তা সহ অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি রবিবার, আশ-শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যের কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদদের এই হামলায় মোগাদিশু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিন সেনা সদস্য নিহত হয়েছে। হামলায় নিহত ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ফারি বলে জানা গেছে, এই কর্মকর্তা উক্ত এলাকায় শরিয়াহ্ বিরোধী কর্মকাণ্ড এবং মুজাহিদদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিচ্ছিল বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৩ জানুয়ারি শনিবার, দক্ষিণ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের জোহর শহরের বিমানবন্দরের কাছে একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা শাবেলি রাজ্য প্রশাসনের প্রধান আলী গুডলাও কে বহনকারী একটি কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণটি চালিয়েছেন। মুজাহিদদের এই হামলা থেকে অল্পের জন্যে বেঁচে যায় আলী গুডলাও। তবে এসময় তার ভাই অফিসার ইউসুফ গুডলাও এবং কর্নেল মাহমুদ হুসেন সহ প্রশাসনের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছে।

এদিন মধ্য শাবেলি রাজ্যে হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক বিজিত ওয়ারগাদি শহরের উপকণ্ঠে মোগাদিশু প্রশাসনেন সাথে যুক্ত একদল মিলিশিয়া সদস্যদের উপর হামলা চালান আশ-শাবাব মুজাহিদিনরা। এতে দুই মিলিশিয়া সদস্য নিহত এবং তৃতীয় এক মিলিশিয়া সদস্য আহত হয়।

এদিকে নিম্ন শাবেলি রাজ্যের জানালে শহরেও গত শনিবার একটি উগান্ডার সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। ফলশ্রুতিতে শত্রু সৈন্য হতাহতের পাশাপাশি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বহু সরঞ্জাম পুড়ে যায়।

এদিকে শনিবার বিকালে, দক্ষিণ সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যের কিসমায়ো শহরের উপকণ্ঠে আরও একটি অতর্কিত আক্রমণ চালান হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। আক্রমণটি শহরের উপকণ্ঠে বারসাঙ্গুনি এবং বালগারিস এলাকায় একটি মিলিশিয়া ঘাঁটি এবং একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একযোগে চালানো হয়। এসময় মুজাহিদদের একটি বোমা বিস্ফোরণের ঘটনায় মোগাদিশু বাহিনীর সাথে যুক্ত ৬ মিলিশিয়া সদস্য হতাহতের শিকার হয়।

এর আগে গত ২ জানুয়ারি শুক্রবার, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা নিম্ন জুবা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত শত্রু বাহিনীর একটি ব্যারাকে দূরপাল্লার কামান নিক্ষেপ করেন। এতে ব্যারাকে থাকা আহমেদ মাদোবের নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।

শনিবার সকালে, মুজাহিদিনরা নিম্ন জুবা রাজ্যের কিসমায়োর উপকণ্ঠে বারসাঙ্গুনি এলাকায় অবস্থিত আরও একটি শত্রু শিবির লক্ষ্য করে গোলাবর্ষণ করেন। ফলশ্রুতিতে ৪ শত্রু সৈন্য গুরুতর আহত হয়।

এদিন কিসমায়ো শহরেন উপকণ্ঠে লাবো-গারাস এলাকায় জুবাল্যান্ড মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করেও হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ভারী আক্রমণ চালান। এতে আহমেদ মাদোবের মিলিশিয়া বাহিনীর অন্তত এক সৈন্য নিহত এবং দ্বিতীয় এক সৈন্য আহত হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mtkemdst
– https://tinyurl.com/bdhabkmr
– https://tinyurl.com/yuzy7x6r
– https://tinyurl.com/33kpf5zk
– https://tinyurl.com/32536mpf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহতের শিকার অন্তত ১৪ হাজার মানুষ: গান ভায়োলেন্স আর্কাইভের প্রতিবেদন
পরবর্তী নিবন্ধআরও ৭ কাশ্মীরি মুসলমানের সম্পত্তি বাজেয়াপ্ত করল অবৈধ হিন্দুত্ববাদী প্রশাসন