
ভারতের রাজস্থানে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে গরুর মাংস খাওয়ার অভিযোগ এনে নির্মমভাবে নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই সময় তাকে ‘রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে তকমা দেয় হিন্দুত্ববাদীরা।
বিজেপি শাসিত রাজস্থানের ঝালাওয়ার জেলার আকলেরা শহরে গত ২ জানুয়ারি বা তার আগে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, অসহায় বৃদ্ধ লোকটি মাটিতে পড়ে আছে, আর ৮ থেকে ১০ জন উগ্র হিন্দু তাকে ঘিরে রেখেছে, তার মাথা ও শরীরে বারবার লাথি মারা হচ্ছিল, তাকে চড় মারা হচ্ছিল, এছাড়া লাঠি দিয়ে তাকে আঘাত করা হচ্ছিল। ভিডিওতে অসহায় লোকটিকে লক্ষ্য করে হামলাকারীদেরকে গালিগালাজ করতে শোনা যায়।
এছাড়া ভুক্তভোগী বৃদ্ধকে দেখা যায়, তিনি অত্যন্ত কাতরভাবে তাকে রক্ষা করার অনুরোধ করছিলেন।
উল্লেখ্য যে, ভারতের বিজেপি শাসিত রাজ্যসমূহে এই ধরনের মবের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মব চালানা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ধরনের আইন বহির্ভূত মব রোধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2s4cu2fw


