হিন্দুত্ববাদী প্রশাসনের নির্দেশে দিল্লিতে প্রাচীন মসজিদ সংলগ্ন স্থাপনা উচ্ছেদ, ব্যাপক সংঘর্ষ

0
71

৭ জানুয়ারি দিল্লির তুর্কমান গেট-রামলীলা ময়দান এলাকায় একটি প্রাচীন মসজিদের পাশে অবস্থিত স্থাপনাসমূহে উচ্ছেদ অভিযান চালিয়েছে হিন্দুত্ববাদী ভারত প্রশাসন। দিল্লির প্রাচীন এই মসজিদের নাম ফয়েজ-ই-ইলাহি। হাইকোর্টের নির্দেশে ৩০০ হিন্দুত্ববাদী কর্মী ও ১৭টি বুলডোজার এই অভিযানে ব্যবহার করা হয়েছে।

এই সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ ঘটে। এর ফলে ১০ জন নিরীহ নাগরিককে আটক করেছে হিন্দুত্ববাদী পুলিশ।

সংঘর্ষ চলাকালীন জনগণের প্রতিবাদ নিয়ন্ত্রণ করতে কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এছাড়া সিসিটিভি ও অন্যান্য ভিডিও ফুটেজ দেখে আরও অনেককে গ্রেপ্তার করা হবে হুমকি দেওয়া হয়েছে।

মসজিদ ব্যবস্থাপনা কমিটি জানায়, স্থাপনাসমূহ ১০০ বছরের অধিক পুরনো, উক্ত জমি দিল্লি ওয়াক্বফ বোর্ডের অধীন, তাই এর জন্য নিয়মিত লিজ ফি প্রদান করা হয়েছে। এই নির্দয় পদক্ষেপের মাধ্যমে কবরস্থানসহ মুসলমানদের অন্যান্য সুযোগ-সুবিধাগুলো কেড়ে নিল হিন্দুত্ববাদী ভারত প্রশাসন।

উল্লেখ্য যে, এর আগে গত নভেম্বর মাসে তুর্কমান গেটসংলগ্ন রামলীলা গ্রাউন্ড এলাকায় প্রায় ৩৮ হাজার ৯৪০ বর্গফুট এলাকা তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশনার ভিত্তিতে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) ও দিল্লি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4zzndtcc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে দুর্বৃত্তদের আগুনে মসজিদে রাখা ৩০ কুরআন পুড়ে ছাই, আটক ১
পরবর্তী নিবন্ধএবার রাজধানীতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা