আফগানিস্তানে টেলিযোগাযোগ খাতে অগ্রগতি, দেশজুড়ে ৮৮০০ টেলিযোগাযোগ কেন্দ্র চালু

0
33

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের যুদ্ধ ও অস্থিতিশীলতার কারণে এই খাতটি পিছিয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো উন্নয়ন, নতুন টেলিযোগাযোগ কেন্দ্র চালু এবং আধুনিক প্রযুক্তি বিস্তারের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ আলোকোজাই হাফিযাহুল্লাহ জানান, বর্তমানে দেশজুড়ে পাঁচটি টেলিযোগাযোগ কোম্পানির মাধ্যমে আট হাজার আটশ’রও বেশি টেলিযোগাযোগ কেন্দ্র সক্রিয় রয়েছে। এসব কেন্দ্র দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সেবা প্রদান করছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টায় এক হাজার টেলিযোগাযোগ কেন্দ্র সংস্কার করা হয়েছে এবং এক হাজার একশ’র বেশি নতুন টেলিযোগাযোগ কেন্দ্র চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, 4G ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে 4G ব্যবহারকারী ছিল বারো লাখেরও কম, বর্তমানে তা বেড়ে সাত মিলিয়নের বেশি হয়েছে। মুখপাত্র জানান, বর্তমানে 4G সেবা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে।

গত দুই বছরে ইন্টারনেট সেবার সম্প্রসারণে প্রায় একশ’ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ইন্টারনেটের উচ্চ মূল্য ও নিম্নমান একটি বড় চ্যালেঞ্জ হলেও সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের মূল্য সর্বোচ্চ ছত্রিশ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল জহুর মোদাব্বের বলেন, বিশ্বের সঙ্গে উন্নত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হলে মানসম্মত ও সহজলভ্য ইন্টারনেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দীর্ঘদিনের সংঘাত ও অস্থিতিশীলতার প্রভাব কাটিয়ে আফগানিস্তানের টেলিযোগাযোগ খাতে সাম্প্রতিক অগ্রগতি দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক দিক নির্দেশ করছে। টেলিযোগাযোগ কেন্দ্র সংস্কার ও সম্প্রসারণ, 4G সেবার বিস্তার এবং ইন্টারনেটের মূল্য হ্রাস—এই উদ্যোগগুলো দেশের অর্থনীতি, বাণিজ্য এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Ministry: Over 8,800 Telecommunication Sites Active in Afghanistan
– https://tinyurl.com/92afsett

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার রাজধানীতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধশরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত ১