
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলা থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত জেলের নাম আমির হোসেন।
দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদারবাড়ির বাসিন্দা। তিনি স্বপন হাওলাদারের বড় ছেলে। পেশায় জেলে ছিলেন।
স্থানীয় চান্দারখাল এলাকার মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ২০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আমিরের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
তথ্যসূত্র:
১। রায়পুরের এক জেলের লাশ হিজলায় উদ্ধার
– https://tinyurl.com/dnkt36dj


