বাস্তুচ্যুত ৩,৩২৪ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করল ইমারাতে ইসলামিয়া

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষ, প্রত্যাবর্তনকারী পরিবার এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর মোট ৩,৩২৪টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার আওতায় নগদ অর্থের পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, সহায়তা কার্যক্রমটি কাবুল, নানগারহার, উরুজগান, বালখ এবং খোস্ত প্রদেশে বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বসবাসরত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগণ, দেশে প্রত্যাবর্তনকারী পরিবার এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় পরিবারগুলোকে এই সহায়তা দেয়া হয়েছে।

শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, দুর্যোগ ও সংকটকবলিত জনগোষ্ঠীর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.The Ministry of Refugees and Repatriation Affairs says that 3,324 displaced people,
– https://tinyurl.com/524vymr6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী জনতা কর্তৃক ৩ মুসলিম মাংস বিক্রেতা নির্মম মারধরের শিকার
পরবর্তী নিবন্ধ‘নিম্নশ্রেণী’ বলতে বোঝানো হয়েছে এমন কাউকে, যে বারবার অপরাধ করে: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ