
রাজধানীর ডেমরায় মুসলিমনগর এলাকায় একটি নির্মাণাধীন ১০তলা ভবনের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে একজনকে গুরুতর আহত করা হয়। আহত আলাউদ্দিন বেপারী (৪০) ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার।
গত ৩০ জানুয়ারি দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, ভুক্তভোগী ভবন নির্মাণ ব্যবসায়ী আশরাফুল ইসলাম এ বিষয়ে ডেমরা থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ায় গত ২৭ জানুয়ারি আদালতে একটি মামলার আবেদন করেন (মামলা নং ৫৫/২৬)। মামলায় অজ্ঞাত ১৫-২০সহ ডেমরার মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার মোমেনের ছেলে সিয়াম (২৫) ও বারটেক্স লিফট কোম্পানির কর্মচারী রিপনকে (৫০) আসামি করা হয়। বর্তমানে আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আশরাফুল ইসলাম।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলিগ্যান্ট ল্যান্ডমার্ক লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম। ওই ভবনে লিফটের মালামাল সরবরাহ করতেন আসামি রিপন। গত ২২ জানুয়ারি সন্ধ্যার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ভবনে প্রবেশ করে। এ সময় মালিককে না পেয়ে সন্ত্রাসীরা আলাউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফোনে মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে সিয়ামের লোহার রডের আঘাতে এবং অন্যদের এলোপাতাড়ি মারধরে আলাউদ্দিন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা শ্রমিকদের খোরাকি বাবদ রাখা ৪২ হাজার ৫০০ টাকা ও ভবনে সংরক্ষিত আরও ২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা নিয়ে যায় । আলাউদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আহত কেয়ারটেকারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তথ্যসূত্র:
১। চাঁদার দাবিতে হামলা, পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী
– https://tinyurl.com/56cpjtxm


