
গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে গোপালগঞ্জ জেলায় এ নিয়ে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্ত আওয়ামীলীগ।
গণমাধ্যমসূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বেদগ্রামস্থ আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা স্থানে একটি ককটেল নিক্ষেপ করে। জর্দার কৌটায় কালো টেপ পেঁচানো ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় বিকট শব্দ শোনা যায়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ২৮ জানুয়ারি জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তথ্যসূত্র:
১। গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/4y6es3t7


