
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৭১ হাজারের মতো ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল দখলদার ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে ইসরায়েল দাবি করে আসছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম এবং বয়সও প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনের বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
২৯ জানুয়ারি, বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে।
ওয়াইনেটকে এক সামরিক কর্মকর্তা বলেছে, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন।”
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী কর্তৃক শহীদ হয়েছেন ৭১,৬৬২ জন ফিলিস্তিনি। এসময়ে আহত হয়েছেন আরও অন্তত ১,৭১,৪২৮ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। এরমাঝে গত বছর ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তা বারবার লঙ্ঘন করে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী কর্তৃক এখন পর্যন্ত গাজায় শহীদ হয়েছেন ৪৮৮ জন ফিলিস্তিনি। এসময়ে আহত হয়েছেন আরও অন্তত ১৩৫০ জন।
তথ্যসূত্র:
1.Israel military reported to accept death toll of around 70,000 in Gaza
– https://tinyurl.com/2965rwhd


