গত ৩১শে জুলাই পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নাপাক সেনা ও মুজাহিদদের মাঝে এক রক্তক্ষয়ী লড়াই সংঘটিত হয়।
হিজবুল আহরার এর জানবায মুজাহিদগণ ঐদিন সন্ধ্যা বেলায় ওয়াজিরিস্তানের “গারয়ুম” অঞ্চলে নাপাক সেনাদের একটি সামরিক বহর লক্ষ্য করে সফল হামলা চালান। মুরতাদ বাহিনীর উক্ত কনভয়টিতে থাকা সামরিকযানের মধ্যহতে ১টি সামরিকযান মুজাহিদদের হামলায় সম্পূর্ণ পুড়ে যায়, এছাড়াও আরো ৩টি সামরিকযানও ক্ষতিগ্রস্থ হয়।
আলহামদুলিল্লাহ্, মুজাহিদদের উক্ত সফল অভিযানে নাপাক মুরতাদ বাহিনীর ১০ সেনা নিহত হয়, অন্যদিকে যুদ্ধের তীব্রতার কারণে আহত সেনাদের নির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব হয়নি, তবে আহত সেনা সংখ্যাও কম নয়। এসময় নাপাক সেনাদের হামলায় একজন মুজাহিদ আহত হন।
মুজাহিদদের এই দলটি যখন অভিযান শেষ করে ফিরছিলেন, তখন রাস্তায় মুরতাদ বাহিনীর আরেকটি ইউনিটের সম্মুখীন হতে হয় মুজাহিদদের। এসময় নাপাক সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন ২ জন জানবায মুজাহিদ এবং আহত হন আরো ১ জন মুজাহিদ।
মুজাহিদগণ শত্রু বাহিনীর অবস্থান চিহ্নিত করার পরপরই পাল্টা হামলা শুরু করেন। যার ফলে ২ মুরতাদ সেনা নিহত এবং আরো ৪ নাপাক সেনা আহত হয়।