ভারত ধর্ষণের রাজধানী হিসাবে বিশ্বে পরিচিত বলে মন্তব্য করেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
সে বলেছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রশ্ন, কেন ভারত নিজের মেয়ে ও বোনেদের নিরাপত্তা দিতে পারে না। উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক ধর্ষণের অভিযুক্ত এবং সন্ত্রাসী প্রধানমন্ত্রী এনিয়ে একটা কথাও বলেনি।
শনিবার (০৭ ডিসেম্বর) কেরালার ওয়ানাডে এক সমাবেশে বক্তব্য রাখার সময় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সে ওই মন্তব্য করে।
রাহুল বলেছে, দেশজুড়ে সহিংসতার ঘটনাবলী বৃদ্ধি পেয়েছে। নারীদের বিরুদ্ধে অরাজকতা, নৃশংসতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমরা পড়ছি যে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও বেড়েছে। তাঁদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। দলিতদের মারধর করা হচ্ছে। আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে। তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে।
সে বলেছে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো নাটকীয়ভাবে ভেঙে যাচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে- লোকেরা আইন তাদের নিজের হাতে নিয়ে নিচ্ছে। কারণ এই দেশ যারা পরিচালনা করে তারা অন্ধভাবে শক্তি ও সহিংসতায় বিশ্বাসী। তারা মনে করে যে সমস্ত শক্তি তাদের হাতে রয়েছে।
সূত্র: পার্সটুডে