গত শনিবার ভোরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদীন হেরাত প্রদেশের দাশ্তনিযো এলাকায় আফগান মুরতাদ বাহিনীর একটি কনভয়ে তীব্র হামলা চালান। যার ফলে আফগান মুরতাদ বাহিনীর ২টি ট্যাংক ধ্বংস হওয়ার পাশাপাশি ৩ সেনা নিহত হয় এবং আরো ৫ সেনা গুরুতর আহত হয়। এছাড়াও ঘটনাস্থল হতে একটি সামরিকযানসহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র গনিমত লাভ করেন মুজাহিদগণ।
এমনিভাবে জাবুল প্রদেশের কিল্লাত শহরে তালেবান মুজাহিদদের একটি অভিযানে ১ সেনা নিহত এবং ৪ সেনা বন্দী হয়। মুজাহিদগণ একটি গাড়িসহ বেশ কিছু অস্ত্র গনিমত লাভ করেন।
অন্যদিকে রোজগান প্রদেশের বেশ কিছু স্থানে গত শনি ও রবিবার মধ্যরাতে পৃথক পৃথক অভিযান চালান তালেবান মুজাহিদীন, যাতে ৮ সেনা নিহত এবং ৬ সেনা আহত হয়। মুজাহিদগণ একটি ট্যাংকসহ আরো অনেক গনিমত লাভ করেন