আন্দোলনের ছবি পোস্ট করে ভারত থেকে বিতাড়িত নরওয়ের পর্যটক

0
1404
আন্দোলনের ছবি পোস্ট করে ভারত থেকে বিতাড়িত নরওয়ের পর্যটক

মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির এনআরসির প্রতিবাদে করা আন্দোরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নরওয়ের এক মহিলা পর্যটককে তার দেশে ফেরত পাঠিয়েছে হিন্দুত্ববাদী ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কোচিতে তাঁর হোটেলে হাজির হন বিদেশি নাম নথিভুক্তকরণ দপ্তরের (FRRO) এক কর্মকর্তা। ওই কর্মকর্তা মহিলা পর্যটককে জানান, ভিসার নিয়ম ভেঙেছেন, তাই তাঁকে এখনই দেশে ফিরে যেতে হবে। অন্যথায় ওই পর্যটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর শুক্রবারই তিনি টিকিট কেটে ফিরে যাচ্ছেন বলে ফেসবুকে জানিয়েছেন। তিনি জানান  বিমানের টিকিট না কাটা পর্যন্ত ওই কর্মকর্তা তার সামনেই বসেছিলে। এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভারত জুড়ে।

নরওয়ের বাসিন্দা জ্যানে মেত্তে জোহানশেন কেরল বেড়াতে এসেছিলেন। ২৩ ডিসেম্বর NRC ও CAA বিরোধী আন্দেোলনের স্বপক্ষে একটি পোস্ট করেন। এরপরই শুক্রবার তাঁর হোটেলে বিদেশি নাম নথিভুক্তকরণ দপ্তরের (FRRO) আধিকারিক হাজির হন। এ প্রসঙ্গে জ্যানে মেত্তে জোহানশেন লেখেন, “আজ সকালে আমার হোটেলে FRRO-এর এক কর্মকর্তা হাজির হন। তিনি আমাকে এখনই দেশ ছাড়তে বলেন। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমি লিখিত নথি দিতে বলি। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, কোনও লিখিত নথি দেওয়া হবে না।” শেষপর্যন্ত এক বন্ধুর সাহায্যে দুবাই পর্যন্ত বিমানের টিকিট কাটেন। সেখান থেকে সুইডেনে বিমান ধরবেন। ফেসবুকে শেষ পোস্টে জ্যানে জানান, তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরকেট হামলার সাইরেনঃ আবারও মঞ্চ ছেড়ে পালাল ইহুদিবাদী সন্ত্রাসী নেতানিয়াহু
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ক্রুসেডার মার্কিন সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০১৯ সাল