ভারতের মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের একহাত নিয়েছেন মদন দিলাওয়ার নামের একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপি নেতা। মঙ্গলবার রাজস্থানের এ বিধায়ক বলেছে, নাগরিকত্ব আইনের যারা বিরোধিতা করছেন তারা এ দেশের মানুষ নয়। তাদের ভারত মহাসাগরে ডুবিয়ে মারা উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডানকান হেরাল্ড।
মদন দিলাওয়ার বলেছে, নাগরিকত্ব আইনের বিরোধিতা করে যারা বিক্ষোভকারীরা যদি পাকিস্তান বা বাংলাদেশকে ভালবাসেন তাহলে তারা যেন সেখানে চলে যায়। যারা এই বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে; তা সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা কিংবা রাহুল যেই হন না কেন, তাদেরও ভারতে থাকার কোনও অধিকার নেই।
২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতের মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন পাসের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলা এই বিক্ষোভে অন্তত ২৫ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছে সন্ত্রাসী পুলিশ।
সুত্রঃ বাংলা ট্রিবিউন