করোনাকে ঠেকাতে গোটা ভারত জুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। কিন্তু লকডাউনে সাধারণ মানুষের উপর একাধিক জায়গায় পুলিশি তাণ্ডবের ছবি প্রকাশ্যে এসেছে। কোথাও কানধরে উঠবোস, কোথাও রাস্তায় গড়াগড়ি আবার কোথাও লাঠিচার্জ। পুলিশের এমন অমানবিক কর্মে দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এমনকি বুধবার সন্ধ্যায় এরাজ্যের হাওড়ার সাঁকরাইলে পুলিশের মারে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর-টিডিএন বাংলা
ये वीडियो दिल्ली के रंजीत नगर इलाके का है,बुधवार का वीडियो बताया गया है,जिसमे एक कांस्टेबल राजबीर बिना वर्दी के ठेले पर लगा सामान गिरा रहा है, हाथ मे डंडा ले रखा है,जब ये वीडियो वायरल हुआ तो उसके बाद राजबीर को सस्पेंड कर दिया है#coronavirusindia #Lockdown21 pic.twitter.com/tNxfy8ckHJ
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) March 26, 2020
লকডাউনের মধ্যে এরকমই আরেক ভিডিও সামনে এসেছে। দিল্লি পুলিশের এক কনস্টেবল অমানবিক আচরণ করেছেন সবজিওয়ালার সঙ্গে। ভিডিওতে দেখা গেছে, ইউনিফর্ম না পরা অবস্থাতেই সবজির থলি উল্টে দিচ্ছে। রাজবীর নামের সেই অভিযুক্তের এই কীর্তি ভাইরাল হয়েছে।
জানাগেছে, ঘটনাটি দিল্লির রঞ্জিত নগর অঞ্চলের। বুধবার রাজবীর লকডাউন সরেজমিন তদন্তে ইউনিফর্ম ছাড়াই পথে নামে। তারপরেই অত্যাচার চালায় দুই দরিদ্র সবজি বিক্রেতার ওপর। তাঁরা রুটি ঐর সবজি বিক্রি করছিলেন। তাঁদের গাড়ি উলটে দেয় সে। জোড়হাতে মিনতি করেও রেহাই পাননি তাঁরা। পুরো ঘটনা এক প্রত্যক্ষদর্শী মোবাইলে ভিডিও করে নেন।