মুসলিম হওয়ায় একজন গর্ভবতী মহিলাকে ভর্তি নেয়নি ভারতের রাজস্থানের একটি সরকারি হাসপাতালের এক মালাউন চিকিৎসক। হাসপাতাল থেকে বেরিয়ে অন্য হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন ওই মহিলা। তবে শিশুটি বাঁচেনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
মহিলার স্বামী ইরফান খান বলেন, “আমার স্ত্রী গর্ভবতী ছিল। ওর প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। সিক্রি থেকে জেলা সদরে অবস্থিত জানানা হাসপাতালে রেফার করা হয়েছিল তাঁকে। কিন্তু সেখানের ডাক্তাররা বললো, আমাদের জয়পুর যাওয়া উচিত কারণ আমরা মুসলিম। আমি যখন আমার স্ত্রীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলাম, তখন সে আমাদের সন্তানের জন্ম দেয় কিন্তু শিশুটি মারা যায়। আমার সন্তানের মৃত্যুর জন্য আমি প্রশাসনকে দায়ী করি।”
এর আগে ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য হিংসাত্মকভাবে মুসলিমদেরকে দায়ী করে ভারতের মুশরিক হিন্দুরা। এবার, এক গর্ভবতী মুসলিম মহিলাকে কেবল মুসলিম হওয়ার কারণে চিকিৎসা দেয়নি হিন্দু ডাক্তাররা। এভাবে ভারতে প্রতিনিয়তই ইসলাম ও মুসলিমবিদ্বেষ প্রকাশ পাচ্ছে।