সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বালসাবাড়ী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষ। রবিবার সকালে উপজেলার দুর্গানগরে ইউনিয়নে দুর্গানগর এলাকার শতশত কর্মহীন মানুষ এ বিক্ষোভ করেছে।
বিডি প্রতিদিন থেকে জানা যায়, করোনার প্রভাবে কর্মহীন মানুষের জন্য ত্রাণের জন্য দুর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।
কিন্তু চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এলাকার শতশত কর্মহীন মানুষ ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় সকালে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ী বাজার এলাকায় শতশত মানুষ ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে।