গতকাল রবিবার ময়মনসিংহে পরীক্ষার সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সাথে আক্রান্তের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন ৩টি ধাপে ২৮২টি পরীক্ষার সুযোগ ছিল। গতকাল রবিবার ৭টি ধাপে ৬৫৮ জনের পরীক্ষা সম্ভব হয়। পরীক্ষার সাথে সাথে রোগীর সংখ্যাও বেড়েছে। আগে যেখানে ময়মনসিংহ বিভাগের রোগীর সংখ্যা আসত ৩০ থেকে ৪০। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। আক্রান্তের সংখ্যা বেড়েছে ময়মনসিংহ জেলাতেও। গতকাল রবিবার পরীক্ষা শেষে জেলাতেই ৩৫ জনের পজিটিভ ফলাফল আসে। অথচ আগে এ সংখ্যা ছিল ১৫ থেকে ২০ এর মাঝে।
গতকাল রবিবার ময়মনসিংহ জেলাতে মোট আক্রান্ত ৩৫ জন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। এখানে উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলাতে এখন আলাদা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরীক্ষার সংখ্যা বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে।
সূত্র: কালের কন্ঠ