বকেয়া বেতন-ভাতার দাবিতে এবার ঝিনাইদহে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

0
1314
বকেয়া বেতন-ভাতার দাবিতে এবার ঝিনাইদহে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

সোমবার সকালে কারখানা ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

তারা অভিযোগ করেন, গত ৪ মাস কারখানার প্রায় সাড়ে ৮’শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছেন না।

এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। সমাবেশ থেকে দ্রুত বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিডি প্রতিদিনের রিপোর্ট

মিছিলটি কারাখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মেইন ফটকে এসে শেষ হয়। পরে তারা ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষা দ্বিগুণ, আক্রান্ত-ও দ্বিগুণ
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসের নতুন মৃত্যুপুরী ব্রাজিল