নীলফামারীর ডিমলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিন্দু হিমাংশু কুমার রায়ের বিরুদ্ধে প্রায় ১৯০ টন চাল ও সাড়ে ১৩ হাজার খালি বস্তা আত্মসাতের অভিযোগ উঠেছে।
নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, ওই কর্মকর্তা গত বছরের ১৪ জুন ডিমলা উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পর তার বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৪ মার্চ খাদ্য বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে এ কমিটি ৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে দেখা যায় তিনি দায়িত্বে থাকাকালে সরকারি গুদামের ১৮৯ দশমিক ২৭০ টন চাল ও ১৩ হাজার ৪২৫ খালি বস্তা আত্মসাৎ করেছেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও তদন্ত কমিটি গত সোমবার ওই খাদ্য গুদামে গেলে তিনি পালিয়ে যান। ফলে তাকে সাময়িক বরখাস্ত করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
সূত্র: আমাদের সময়