স্বাস্থ্যবিধির না মেনে ভারতে ‘মন্দিরে উৎসব’ হাজারো ভক্তের ভিড়

0
1229
স্বাস্থ্যবিধির না মেনে ভারতে ‘মন্দিরে উৎসব’ হাজারো ভক্তের ভিড়

ভারতে করোনা মহামারীর মধ্যেই বার্ষিক ‘মন্দির উৎসব’ উদযাপনের জন্য হাজার হাজার মানুষ জড়ো হলেন কর্নাটকের হাভরি জেলায় এক মন্দিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানা এবং দূরত্বের কোনো বালাই ছিল না উৎসবে জড়ো হওয়া লোকদের।

মার্চ মাসের শেষের দিক থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে দেশব্যাপী লকডাউন জারি করে ভারত সরকার। তবে ৯ জুন থেকে সারা দেশে উপাসনালয়, মল এবং রেস্তোঁরা ফের চালু করার অনুমতি দেয়।

কর্নাটক সরকার এর আগে জানিয়েছিল যে রাজ্যের মন্দিরগুলো পুজা এবং প্রতিদিনের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে, তবে ধর্মীয় মেলা এবং অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।

এর আগে, এপ্রিলের শুরুতে, দেশব্যাপী লকডাউনের মাঝামাঝি সময়ে, কর্নাটকের কালবুর্গির একটি মন্দিরেও রথ উৎসবে শতাধিক মানুষের ভিড় জমে। সূত্র- এনডিটিভি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকা | মুজাহিদদের বিরুদ্ধে ক্রুসেডারদের সর্বাত্মক সহায়তা করবে আলে-সৌদ ও আরব আমিরাত।
পরবর্তী নিবন্ধফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত, আবারো উত্তপ্ত যুক্তরাষ্ট্র