আবারও কুষ্টিয়ায় সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
580
আবারও কুষ্টিয়ায় সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে আবুল কাশেম (৩৫) নামে বাংলাদেশি এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারত ভূ-খণ্ডের জলঙ্গী থানার ১৩ নম্বর মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, কাশেম ভারতে প্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে তাঁর লাশ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, ভারতে প্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের কাছে ভারত ভূখণ্ডে বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছেলেকে শরিয়ত মোতাবেক বিয়ে দেয়ায় বাবার কারাদণ্ড, মেয়ের মায়ের জরিমানা
পরবর্তী নিবন্ধকেমন স্বাধানীতা দিবস উদযাপন করছে ভারত ?