ছেলেকে শরিয়ত মোতাবেক বিয়ে দেয়ায় বাবার কারাদণ্ড, মেয়ের মায়ের জরিমানা

0
853
ছেলেকে শরিয়ত মোতাবেক বিয়ে দেয়ায় বাবার কারাদণ্ড, মেয়ের মায়ের জরিমানা!

ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে দেওয়ার কারণে ছেলের বাবাকে কারাদণ্ড ও কনের মাকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার এই নির্মম ঘটনা ঘটায় আওয়ামী ভারতপন্থী প্রশাসন।

বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার দিঘি ইউনিয়নের ছুটি ভাটভাউর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) আলী রাজীব মাহমুদ মিঠুন।

তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে বিবাহের সংবাদ পেয়ে গত ১৩ তারিখ উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আমাদের সময়

তিনি আরও জানান, বর ও কনের পিতা মাতা বিবাহটি সম্পন্ন করেছেন। বিয়ের পর বর কনে একত্রে আছে। ঘটনাস্থলে মোবাইল কোর্ট উপস্থিত হয়ে স্থানীয় ও স্বাক্ষীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে, বরের পিতা ও কনের মা স্বীকার করেন, তারা জেনেশুনে তাদের সন্তানের বিবাহ সম্পাদন করেছেন। এ ঘটনায় বর আল আমিন (২০) এর বাবা নাগর আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনে ইশা আক্তার এর মা রুপালি বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়ামান | মুজাহিদদের হামলায় হুতী বিদ্রোহীদের নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, লড়াইয়ের তীব্রতা আরো বাড়ছে…
পরবর্তী নিবন্ধআবারও কুষ্টিয়ায় সীমান্তসন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত