আফগানিস্তানের খোস্ত প্রদেশের ইসমাইল খাইল জেলার ১৪০০ শত পরিবার, যাদের বিপুল সংখ্যাক লোক কাবুল প্রশাসনের জন্য নিজেদের শ্রম ব্যয় করত। তারা এখন তালেবান মুজাহিদদের বিরোধিতা ত্যাগ করে ইসলামী ইমারাতের পক্ষে সমর্থন ঘোষণা করেছে।
এক্ষেত্রে ইমারতে ইসলামিয়ার সাথে তারা কয়েকটি চুক্তিতেও আবদ্ধ হয়েছে। চুক্তিগুলোর নিম্নরূপ!
(১) আমরা, দোরজাই অঞ্চলের বাসিন্দারা, ইসলামী ইমারাতের মুজাহিদিনকে কোনও ধরণের বিরক্তি করবো না।
(২) মুজাহিদদের বিরুদ্ধে কোন ধরণের অভিযানে আমাদের পুরুষরা অংশগ্রহণ করবে না, এবং এই অঞ্চলে মুজাহিদদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ থাকব।
(৩) ক্রুসেডার আমেরিকার ভাড়াটে প্রশাসনের পক্ষে কেউ কাজ করবো না।
(৪) ইমারতে ইসলামিয়ার পক্ষ্যে কোন যুদ্ধের জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তবে তারা আমাদের নেতাদের অনুমোদন ছাড়াই আমাদের যুবকদেরকে সামরিক বাহিনীতে নিযুক্ত করতে পারবেন।
(৫) ইমারতের পক্ষহতে যে কোনও সময় আমাদেরকে কোন বিষয়ে বৈঠকে বসতে বলা হলে, তাতে আমাদের নেতারা উপস্থিত থাকবেন।
(৬) উপরোক্ত নীতিগুলির লঙ্ঘনকারী ব্যক্তি অপরাধী হিসাবে বিবেচিত হবে এবং ইসলামী ইমারাত দ্বারা যেকোন শাস্তির উপযুক্ত হবে।