খোরাসান | বলখ প্রদেশের বিভিন্ন জেলা হতে ৭৩ সেনাসদস্যের ইমারতের ইসলামিয়ায় যোগদান

0
845
খোরাসান | বলখ প্রদেশের বিভিন্ন জেলা হতে ৭৩ সেনাসদস্যের ইমারতের ইসলামিয়ায় যোগদান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুজাহিদিন বাহিনীতে বালখের বিভিন্ন জেলা কাবুল প্রশাসনের ৭৩ সেনাসদস্য তালেবানদের সাথে যোগদান করেছে। গত শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইমারতে ইসলামিয়ার একজন কেন্দ্রীয় মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, কাবুল সরকারের অনুগত সেনাবাহিনীর এসকল সদস্যরা বলখ প্রদেশের চার্বোলাক, চামতাল, শুলগড়া, দওলতাবাদ, নাহর শাহী, চামতল ও খাস বালখ জেলা থেকে তালেবানদের সাথে এসে মিলিত হয়েছে।

তিনি আরো জানান, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কর্তৃক নিয়োজিত দাওয়াতুল ইরশাদ কমিটির দায়িত্বে থাকা মুজাহিদদের প্রচেষ্টার ফলে কাবুল সরকারের ৭৩ জন সেনা সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করেছেন এবং ইমারতে ইসলামিয়ার মুজাহিদদের সাথে যোগদান করেছে। এসময় তালেবান কর্মকর্তারা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

সম্প্রতি, বিপুল মুরতাদ কাবুল সরকারের সংখ্যক সেনা তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন, আর আত্মসমর্পণের এই ধারা কাবুলের পুতুল সরকারের ভীত কাঁপিয়ে দিচ্ছে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় হিন্দু প্রতিবেশীর আপত্তিতে মাইকে আজান বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধখোরাসান | তালাবান যোদ্ধাদের বীরত্বপূর্ণ হামলায় ৫৬ কাবুল সেনা নিহত