দক্ষিণ আফ্রিকায় হিন্দু প্রতিবেশীর আপত্তিতে মাইকে আজান বন্ধের নির্দেশ

0
737
দক্ষিণ আফ্রিকায় হিন্দু প্রতিবেশীর আপত্তিতে  মাইকে আজান বন্ধের নির্দেশ

‘উচ্চশব্দে’ আজানে আপত্তি জানিয়ে হিন্দু প্রতিবেশীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে মাইকে আজান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

ডারবানের কাজুলু-নাটাল হাইকোর্টের বিচারক সিডবেল এনগাদি এই আদেশ দেন। আদেশে বলা হয়, মসজিদের সড়কের বিপরীত পাশে থাকা ওই বাসিন্দার বাড়িতে যাতে আজানের শব্দ না যায়।

হিন্দু ধর্মাবলম্বী চন্দ্র ইল্লোরি দক্ষিণ আফ্রিকার ইসিপিঙ্গো সৈকত এলাকায় মাদরাসা তালেমুদ্দীন ইসলামিক ইনস্টিটিউটের বিপরীত দিকের বাসিন্দা। তার যুক্তি, আজানের শব্দ ‘তাকে নিজ সম্পত্তির মালিকানা ভোগ থেকে বঞ্চিত করে’।

 আলজাজিরা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়ামান | গুপ্তচরদের একটি টিমকে গ্রেপ্তার করেছে আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা
পরবর্তী নিবন্ধখোরাসান | বলখ প্রদেশের বিভিন্ন জেলা হতে ৭৩ সেনাসদস্যের ইমারতের ইসলামিয়ায় যোগদান