রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্না (১৭) নামে একজন নিহত হয়েছেন। তার চাচাতো ভাই শাহিন (১৮) আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার আসরের নামাজের পরে ওয়ারী থানাধীন, মেথর পট্টির পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে মুন্না চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার চাচাতো ভাই শাহিন আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘নিহত মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।’
নিহতের স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘তারা দুজন মোটরসাইকেল দিয়ে যাওয়ার পথে তাদের পথরোধ করে তাদেরকে আহত করে মোটরসাইকেলটি নিয়ে যায়।’
জানা যায়, নিহত মুন্না পুরানো ঢাকার লালচান মহন রোডের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। আমাদের সময়